top of page
আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ, বার্মিংহ াম
ঐতিহাসিক স্মলহিথ পার্কে একটি স্থায়ী আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ নির্মাণের জন্য নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি নির্বাহী কমিটি গঠণের সুপারিশ করা যাচ্ছে (ক্রমানুসারে নয়)
এমতাবস্থায়, উপরোক্ত ব্যক্তি বর্গদের নির্বাহী সদস্যপদের জন্য স্থায়ী আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধ সম্পর্কিত সংবিধানের ধারা নং ৪ অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে নির্বাহী সদস্যদের জন্য নির্ধারিত এককালীন চাঁদা International Mother Language Monument Project-এর বরাবরে চেক এর মাধ্যমে প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য যে, নির্বাহী কমিটি সদস্য সহ অন্যান্য সকল প্রকার সদস্য পদ সর্বদা উন্মুক্ত থাকবে। এ ক্ষেত্রে সংবিধানের শর্তানুযায়ী যারা এ প্রকল্পতে সমর্থন করতে আগ্রহী তাদেরকে সদস্যভুক্ত করা হবে।
যে কোন তথ্যের জন্য CONTACT FORM পুরন করে যোগাযোগ করুন।
bottom of page